খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪ AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা এবং রামপুরা থানা ছাত্রদল যৌথভাবে এ মশাল মিছিলের আয়োজন করে।
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি কি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে?
মিছিলে ঢাকা উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা, যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ হাসান জাহিদ হাসান রাসেলসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।