খুলনায় কৃষকের ধান কেটে দিচ্ছে মহানগর ছাত্রদল

  © টিডিসি ফটো

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে মাঠের ফসল কাটায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। তাদের এ ভোগান্তি লাঘবের উদ্দেশ্য এগিয়ে এসেছে খুলনা মহানগর ছাত্রদল।

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামে আজ কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন মহানগর ছাত্রদল নেতাকর্মীরা।

এ ব্যাপারে খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ ইস্তি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক পাকা ধান নষ্ট হবে কেবল শ্রমিক না পাওয়ার কারণে, এটা ছাত্রদল নেতৃবৃন্দ হতে দিতে পারে না। ধানের শীষের প্রতি ভালোবাসা আমাদের ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।’

ধান কাটার পর মাড়াই করে তা কৃষকের বাড়িতে পৌঁছে দিতেও ছাত্রদল সাহায্য করবে বলে জানান ইস্তি। এসময় ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জানান স্থানীয় কৃষকরা। ভবিষ্যতেও ছাত্রদল তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদলের কর্মী মিরাজ শাহীন শুভ, রাজু আহমেদ, ফজলে রাব্বি রাহুল, হাফিজুর রহমান, তামিম আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ