ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘নিষ্ক্রিয়’ ৯ নেতাকে অব্যাহতি

ঢাবি ও ছাত্রদলের লোগো
ঢাবি ও ছাত্রদলের লোগো  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ৯ নেতাকে অব্যাহতি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার (২৯ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

বহিষ্কার হওয়ারা হলেন- হাসিবুল হাসান, ইকবাল হুসাইন, মো. মেহেদী হাসান, আকিব হাসান, মো. রাসেল আহমেদ, তারেক রহমান, মো. ইমন খান, শাকিল খান এবং আব্দুল মোহাইমিন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, এসব নেতা নিয়মিত সংগঠনের প্রোগ্রামে আসেন না। সংগঠনের তারা তেমন ভূমিকা রাখতে পারছেন না। তাদের এই নিষ্ক্রিয়তার কারণে সংগঠন থেকে অব্যাহতি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৭ নভেম্বর অনুপ্রবেশের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!