গণঅভ্যুত্থানে আহত ছাত্রদল নেতা

গুলি লেগে ৬ ইঞ্চি ক্ষতে ২৪ বার অপারেশন, হাসপাতালে বসেই পরীক্ষা দিয়ে হলেন গ্র্যাজুয়েট

আব্দুল্লাহ আল ইমরান
আব্দুল্লাহ আল ইমরান  © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান অংশ নিয়ে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বসে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী সিজিপিএ-২.৯৪ পেয়ে সম্প্রতি গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল ইমরান ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং পরীক্ষায় অংশ নেন। 

আজ বুধবার (৭ মে) আব্দুল্লাহ আল ইমরান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে হাঁটুতে একটি গুলি হাঁটু ছিড়ে বের হয়ে যায়। যার ফলে আমার হাড়ে ৬ ইঞ্চি ক্ষত হয়। এখনও পর্যন্ত আমার ২৪ বার অপারেশন করা হয়েছে। আগামীকাল (৮ মে) আরেকটি অপারেশন করা হবে। 

আরো পড়ুন: আন্দোলনে গুলিবিদ্ধ সাকিব ৮ মাস পর হারালেন এক চোখ

তিনি আরো বলেন, আমার এই রেজাল্টের পেছনে বিভাগের শিক্ষকরা ও সহপাঠীরা অনেক হেল্প করেছে। সামনেও আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। 

তার সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা জানান, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালে বসেই পরীক্ষায় অংশ নেওয়া এবং ভালো ফলাফল অর্জন করা তার অদম্য মানসিক শক্তির প্রতিফলন। ইমরানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তার দ্রুত সুস্থতা এবং ভবিষ্যৎ সংগ্রামে সফলতা কামনা করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি এই ছাত্রদল নেতার স্নাতকের ফল প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও  মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা ইমরানের এই সাফল্যে আমরা গর্বিত। সে আমাদের কাছে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এই আশা রাখি। 


সর্বশেষ সংবাদ