ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫১ PM

ক্রাফট ইনস্ট্রাক্টর নামে কোনো পদ থাকবে না বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান। তিনি বলেন, ৩০ শতাংশ পদোন্নতি কোনো বিষয় নেই তবুও আমরা আপিল করেছি।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর সাত রাস্তার মোড়ে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।
এ সময় ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। আমরাও চাই দাবিগুলো পূরণ হোক। তাই দাবি পূরণের জন্য আমাদের সময় দিতে হবে।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% প্রমোশন কোটা বাতিল।
২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা।
৩. সব কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ।
৪. প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন।
৫. মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালু এবং ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ নিশ্চিত করা।
৬. বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ।