কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ কবি নজরুল কলেজ ছাত্র শিবিরের

কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ কবি নজরুল কলেজ ছাত্র শিবিরের
কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ কবি নজরুল কলেজ ছাত্র শিবিরের  © সৌজন্যে প্রাপ্ত

কলেজের কর্মচারীদের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সদস্যরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাদ মাগরিব কলেজের বি ভবনের ১১২ নং কক্ষে এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজ সেক্রেটারি হাসিব বিন হাসানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন কলেজ সভাপতি বায়জিদ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক আবু রায়হান।

সভাপতির বক্তব্যে কলেজ সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, "ঈদ কেবল আনন্দের নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চা করে আসছে। তাই আমরা প্রতি বছর কলেজের কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। এবার উন্মুক্তভাবে ক্যাম্পাসে আয়োজন করতে পেরেছি সেজন্য খুবই ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল বলেন, "সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করতে হলে শুধু কথা নয়, বাস্তবে উদাহরণ তৈরি করতে হয়। ছাত্রশিবির সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং ইসলামের সামাজিক ও নৈতিক আদর্শ বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যায়। আজকের এ উদ্যোগ তারই অংশ। ঈদ আমাদের যে ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়, তা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত।"


সর্বশেষ সংবাদ