বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়ার জন্য নাকি রাজনীতির জন্য, প্রশ্ন ঢাবি অধ্যাপকের

অধ্যাপক কামরুল হাসান মামু
অধ্যাপক কামরুল হাসান মামু   © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া ও গবেষণার জন্য নাকি রাজনীতি আর ঝগড়াঝাটি করার জন্য জানতে চেয়ে প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুনের।

শনিবার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অধ্যাপক মামুন এ প্রশ্ন তোলেন।

অধ্যাপক মামুন বলেন, ভারত কিভাবে টাটা এবং আইআইটিগুলোর হাত ধরে সেমিকন্ডাক্টর চিপ ডিসাইন এবং চিপ তৈরিতে মনোযোগ দিয়েছে দেখুন। 

তিনি বলেন, 'ভারতে সেমিকন্ডাক্টর শিক্ষাকে আরও এগিয়ে নিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইআইটি বোম্বে। প্রতিষ্ঠানটি সম্প্রতি সিম্পললার্ন-এর সহযোগিতায় চালু করেছে একটি ১৮ মাসব্যাপী অনলাইন পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, যার বিষয়বস্তু হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ডিজাইন। এই কোর্সের লক্ষ্য হল ভবিষ্যতের চিপ ডিজাইন ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য উচ্চমানের দক্ষ জনশক্তি তৈরি করা, যা ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

ঢাবির পদার্থ বিজ্ঞানের এ অধ্যাপক বলেন, 'দ্য ইকনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টাটা ইলেকট্রনিক্স তাদের কর্মীদের তাইওয়ানে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছে, যাতে তারা গুজরাটের ধোলেড়ায় প্রতিষ্ঠিতব্য সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলি ও টেস্টিং সুবিধা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতা অর্জন করতে পারে। টাটা সন্স লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স, তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (PSMC) এর সঙ্গে যৌথভাবে এই ধোলেড়া প্রকল্পটি গড়ে তুলছে।'

তিনি বলেন, 'শুধুই কি ভারত? ভিয়েতনামও একই পথে হাঁটছে। আমাদের বুয়েট কিংবা আমাদের সাইন্স & টেকনোলজি বিশ্ববিদ্যালয় কোথায়? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ বছরের বেশি বয়সী সেমিকন্ডাক্টর সেন্টারইবা কোথায়? এই সেন্টারকে নামকা ওয়াস্তে একটা কুরে ঘর বানিয়ে রাখা হয়েছে। এখানে কোন বড় বিজ্ঞানী আছে? আছে কোন পোস্ট-ডক বা পিএইচডি প্রোগ্রাম? দর্জিগিরি করে আমাদের গার্মেন্টস কর্মীদের ঠকিয়ে আর কত ব্যবসা চলবে?'

অধ্যাপক মামুন আরও বলেন, 'একটি দেশের উন্নয়নের জন্য, উন্নয়নকে সাস্টেইনেবল করার জন্য ইন্ডাস্ট্রি প্রোডাকশনকে ডিভার্সিফাই করা উচিত। শুধু এক গার্মেন্টস ইন্ডাস্ট্রিরির উপর এত নির্ভরশীলতা যেকোন সময় বিপর্যয় ডেকে আনতে পারে। লেখাপড়া ও জ্ঞানভিত্তিক ইন্ডাস্ট্রি বেশি সাস্টেইনেবল। আছে আমাদের কোন দূরদৃষ্টি? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া ও গবেষণার জন্য নাকি রাজনীতি আর ঝগড়াঝাটি করার জন্য?'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence