দুমকীতে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM

সড়ক দুর্ঘটনা কমাতে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদল নেতা মো. সফিকুল ইসলাম ইমরানের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর লাগানো হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্পিড ব্রেকারের ওপর ইন্ডিকেটর বসানো হয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি জনতা কলেজের সামনে, নতুন বাজারের পাবলিক টয়লেটের সামনে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের স্পিড ব্রেকারগুলো।
এ বিষয়ে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, দূর থেকে স্পিড ব্রেকারগুলো স্পষ্টভাবে দেখা না গেলে চালকদের চলাচলে সমস্যা হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে ইন্ডিকেটর বসানো হয়েছে, যা দুর্ঘটনা হ্রাসে সহায়ক হবে।
উদ্যোগ বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা মো. রিয়াজুল ইসলাম, মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে।