ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি গঠন
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ PM

ঝালকাঠি সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষার্থী নুসরাত ইসলাম তাসমিয়াকে সভাপতি ও আনিকা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
কমিটিতে নাদিরা আক্তার বুশরাকে সিনিয়র সহসভাপতি। সহসভাপতি করা হয়েছে মিম আক্তার, নুসরাত জাহান ফেরদৌসি, সুমাইয়া আক্তার, মারুফা আক্তার, মরিয়ম খান জেরিন ও ফরিয়া জামানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুম্মিতা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা আক্তার ইভা, মারিয়া আক্তার, নুপা আক্তার চাদনী, তাসমিয়া ও সানজিদা আক্তার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহানা ইসলাম জান্নাত। প্রচার সম্পাদক হয়েছেন মুনতাহিনা জাহান রাইসা ও দপ্তর সম্পাদক হয়েছেন নুসরাত জাহান তুষ্টি।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্বে কাজ করেনি। এই প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।