সনদ নিতে এসে জেলহাজতে ঠাঁই হলো ইডেন ছাত্রলীগ নেত্রীর

বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ
বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ  © সংগৃহীত

স্নাতকের সনদ তুলতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার আটক হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথমে তাকে কলেজের ভেতরে অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত, বৈশাখী আক্তার কলেজটির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।


সর্বশেষ সংবাদ