ইডেন কলেজ থেকে ছাত্রলীগের নেত্রী বৈশাখী আটক

বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে
বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে   © টিডিসি ফটো

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তারকে আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি বিভাগের সংশ্লিষ্ট কাজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তী সময়ে পুলিশে এসে তাকে নিয়ে যায়। 

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে (বৈশাখি) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষাথীরা।

বৈশাখী আক্তারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। 


সর্বশেষ সংবাদ