আস্থা ফেরাতে জুলাইয়ের সেই দিনগুলোর শক্তিটাকে ফিরিয়ে আনা প্রয়োজন: আলী আহসান জুনায়েদ

আলী আহসান জুনায়েদ
আলী আহসান জুনায়েদ  © টিডিসি সম্পাদিত

গণঅভ্যুত্থানের ছাত্র-তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়েছে। মূলত দলের শীর্ষ নেতৃত্বে কারা আসবেন– এ নিয়েই বিরোধ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে স্ট্যাটাস দিতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেককেই।

এ অবস্থায় নিজেদের মধ্যে আস্থা ফেরাতে জুলাইয়ের সেই দিনগুলোর শক্তিটাকে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

আলী আহসান জুনায়েদ লেখেন, অনেকেই বারবার ফোন দিচ্ছেন, খোঁজ নিচ্ছেন, মন্তব্য জানতে চাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে কারো সাথেই আসলে আমার যোগাযোগ হয়ে উঠেনি। 

‘‘অনেকেই বলে জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি কী ছিল? আমি মনে করি সেটা ছিল বিশ্বাস আর আস্থায় মিলে গঠিত সকলের একটা লক্ষ্য। আমাদের লক্ষ্য ছিল ন্যায় আর সাম্যতা, ঠিক যে জিনিসটা প্রয়োজন সেটা করা। তাই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমে নিজেদের ভাইদের হারিয়ে তাদের হত্যার বিচার কিংবা ছোট্ট এই যাত্রায় গণহত্যা দেখার পর এই খুনি, স্বৈরাচারের বিদায়- পুরো যাত্রায় আমরা এক হয়ে এক সাথে লড়েছি নিজেদের মধ্যে অগাধ বিশ্বাস আর আস্থা রেখেই।’’

তিনি লেখেন, আন্দোলনের সময় যখন পুরো দেশের সব শক্তি আমাদের, আমাদের ভাইদের ধরতে মরিয়া, খুন করতে উন্মত্ত তখন আমরা মিলেমিশেই একসাথে নিরাপদ আশ্রয়ের সন্ধান করেছি, থেকেছি, পরিকল্পনা করেছি, যোগাযোগ রেখেছি। যখন একে একে সবাই গ্রেপ্তার কিংবা গুম, তখনও বাইরে থাকা বাকিদের নিরাপদ আশ্রয়ে রেখে আমরা আন্দোলন সমুন্নত রাখতে চেয়েছি। আমরা কোথায় থাকছি, কার সাথে থাকছি সব কিছুর উপরে ছিল নিজেদের মধ্যে সেই 'আস্থা আর বিশ্বাস'। আমাদের কারো চিন্তা, কারো পরামর্শ বা আলোচনা সেটা কারো না কারো মাধ্যমে মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, এখানেও ছিল সেই 'আস্থা আর বিশ্বাস'। কে লিখেছে, কার চিন্তা তার থেকে জরুরি ছিল কথাগুলো, দাবিগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার। 

‘‘আমি অন্তত মনে করি আমাদের জুলাইয়ের সেই শক্তি-ই পারে আমাদের আরো দূরে নিয়ে যেতে। আমাদের মধ্যে প্রয়োজন জুলাইয়ের সেই দিনগুলোর শক্তিটাকে ফিরিয়ে আনা, নিজেদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। সামনের দিনের যাত্রা সম্মিলিত হোক কিংবা স্বতন্ত্র ও আলাদা হোক না কেন, আমি মনে করি আস্থা ও বিশ্বাসেই আমরা এগিয়ে যাবো বহুদূর।’’

আলী আহসান জুনায়েদ লেখেন, দীর্ঘ এক লড়াই এর পর আমরা আজ এমন এক দেশে আছি যেখানে মুক্ত আলোচনা হচ্ছে, আলোচনা সম্ভব হচ্ছে। হয়ত কিছু মাস আগে হলেও এই আলোচনা - সমালোচনা কিংবা বিতর্কের সুযোগটাই আমরা পেতাম না। আমি আসলে প্রচণ্ড আশাবাদী আর পজেটিভ একটা মানুষ, তাই আমি দেখি আশার গল্প।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence