সারা দেশে আজ গণমিছিল করবে শিবির

ছাত্রশিবিরের লোগো
ছাত্রশিবিরের লোগো  © ফাইল ফটো

পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আজ শুকবার (৩১ জানুয়ারি) সারা দেশে গণমিছিল করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা সারা দেশে ছাত্রশিবিরের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এরআগে শুক্রবার (৩১ জানুয়ারি) সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে গণমিছিলের ডাক দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীতে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিলটি শুরু হবে।


সর্বশেষ সংবাদ