৫ সেবা নিয়ে ঢাবি ভর্তিচ্ছুদের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতে ৫ সেবা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখা যায়। আজ শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র জমা রাখা, জরুরি বাইক সার্ভিস দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য আমাদের সহায়তা কার্যক্রম। শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর।
ভর্তিচ্ছুদের জন্য বৈষম্যবিরোধীদের দেওয়া সেবা সমূহ হলো- মোবাইল ও মূল্যবান জিনিসপত্র জমা রাখা, সুপেয় পানি ও স্যালাইন, অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা, জরুরি চিকিৎসা সেবা এবং জরুরি বাইক সার্ভিস।