কোকোর দশম মৃত্যুবার্ষিকী
ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৪ জানুয়ারি)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
রাতে খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ছাত্রনেতা সাগর, সদস্য রাসেল রানা, হাসিব, রাহাত, ওমর ফারুক।
আরও উপস্থিত ছিলেন জিয়া হল ছাত্রদলের সামির সাদিক, এস এম হল ছাত্রদলের আসিফ ও শামীম, এফ রহমান হল ছাত্রদলের নাঈম বাবু, বিজয় একাত্তর হলের তানভীর, মহানগর পূর্বের সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো।
২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।