রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটির স্থবিরতা, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
শিবিরের বিক্ষোভ

শিবিরের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটি থা সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করেছে শাখা ছাত্রশিবির।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোহা চত্বরে অবস্থান নেন তারা।

এ সময় ‘বাংলাদেশ ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শিবিরের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান’, ‘আল কোরআনের অপমান, সয়বে নারে মুসলমান’, ‘আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ এমনসব স্লোগান দেন তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্রশিবির রাবি শাখার দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, কিছু দুষ্কৃতিকারী গত ১২ তারিখ কুরআনে আগুন দেওয়ার মাধ্যমে আমাদের এই কলিজার ভিতর আগুন দিয়েছে। আমরা বলে দিতে চাই, তোমরা ঘুঘু দেখেছ ফাঁদ দেখ নাই। তোমরা যে কুরআনে আগুন দিয়েছ, এই আগুনের স্ফূূলিঙ্গের মাধ্যমে তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রশাসনকে বলতে চাই যারা এই কাজ করেছে তাদেরকে এই জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। যদি এজন্য ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মাঠে ময়দানে উপস্থিত থাকতে হয়, তারপরেও আমরা থাকব। যদি শহিদ হতে হয় আমরা শহিদ হতেও রাজি আছি। তারপরেও আমরা এই কোরআনের অবমাননা মেনে নিতে রাজি নই।

এসময় ইসলামী ছাত্রশিবির রাবি শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাজ্জামান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়েকটি হলে কয়েকদিন আগে কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। স্বৈরাচার পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনো অপতৎপরতা  চালাচ্ছে। তাদের টার্গেট বাংলাদেশের দুইটি বিভাগ রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ। আমি ষড়যন্ত্রকারীদের বলে দিতে চাই আপনারা যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন আমরা তা রুখে দিয়েছি। আমি জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত না প্রশাসন তদন্ত ও বিচার করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম থাকবে।

এ সময় ইসলামী ছাত্রশিবির রাবি শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, কুরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কুরআনকে পুড়িয়ে আমাদের হৃদয়ে যে আঘাত দেওয়া হয়েছে, মৃত্যু দিয়েও এমন কষ্ট দেওয়া যায় না। কুরআন পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মর্মাহত। রাবিতে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে কুরআনের বিপ্লব ঘটাব।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ও ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন কর্মীরাসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি হলে (১২জানুয়ারি) ও তার আগে (১০ জানুয়ারি) রাবির কেন্দ্রীয় মসজিদে রাতের আঁধারে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?
  • ০৯ জানুয়ারি ২০২৬
জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
  • ০৯ জানুয়ারি ২০২৬
একে অপরের মনোনয়ন বাতিলের আবেদন করলেন হাসনাত আব্দুল্লাহ ও বি…
  • ০৯ জানুয়ারি ২০২৬
অটোরিকশার চাপায় চার বছরের শিশুর মৃত্যু
  • ০৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
কোনো দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক নয়: প্রেস সচিব
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9