ছাত্রদলের নেতাকর্মীদের স্যোশাল মিডিয়ায় এক্টিভিটিস বাড়াতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © ফাইল ফটো

ছাত্রদলকে মেধাভিত্তিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক্টিভিটিস বাড়াতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদেরকে মেধা দিয়ে প্রতিহত করতে হবে।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করেছি। কিছু জায়গায় নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেয়া উচিত। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, যা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। 

তিনি বলেন, বিগত সময়ের মতো আবার চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। বিএনপির রাজনীতি এ দেশের মানুষের রাজনীতি। আপনারা যারা বলেন বিএনপি সংস্কার চায় না, আমি তাদের বলব তারা সংস্কারের কিছু বুঝে না। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। 

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এছাড়াও বিএনপির শীর্ষ নেতা এবং ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি আব্দুল্লাহ মোনায়েম মুন্না, খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনসহ  বিএনপির শীর্ষ নেতা এবং ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এরপর দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি এবং দুপুর ২টায় এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ