ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ PM
বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটির একদল নেতাকর্মী। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ এই কর্মসূচির নেতৃত্ব দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর আজিমপুর কবরস্থান, বাসস্ট্যান্ড, পলাশী মোড়, শহীদ মিনার এবং বকশীবাজার মোড়ে এসব কম্বল বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, বুটেক্স এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজল, বাংলা কলেজের, নয়ন, আকাশ, তেজগাঁও কলেজের সৌরভ, নর্দান বিশ্ববিদ্যালয়ের শাবাব হোসাইন, ওপেন ইউনিভার্সিটির শাওনসহ আরো ১০-১২ জন নেতাকর্মী।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ জানান, শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণনীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ মানুষের সুখে দুঃখে আমরা পাশে আছি পাশে থাকব।