ঢাবিতে গভীর রাতে শীতার্তদের কম্বল দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে সংগঠনের একদল নেতা-কর্মী এ কার্যক্রম পরিচালনা করেন।
ক্যাম্পাসে এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হলের ক্যান্টিন কর্মচারী, হলের স্টাফ, ক্যাম্পাসের বিভিন্ন দোকানের কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, আব্দুল জলিল আমিনুল, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: ঢাবিতে আবাসন সংকট, ফের আন্দোলনে নামছেন নারী শিক্ষার্থীরা
ছাত্রদলের নেতারা জানান, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার লক্ষ্যে তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।