বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে সারাদেশে দিনব্যাপী কর্মসূচি বৈষম্যবিরোধীদের

  © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ নভেম্বর এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হবে। ১৫ নভেম্বর দিনব্যাপী সারাদেশে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে আমরা দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। এদিন আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহদের খোঁজ খবর নেবো। পাশাপাশি স্বাস্থ্যা মন্ত্রণালয়েও তাদের অগ্রগতি নিয়ে খোঁজ নেওয়া হবে। পাশাপাশি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবো। এটি দেশের সব জেলায় করা হবে বলে এসময় তিনি জানান। 

এদিকে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে চার ঘণ্টাব্যাপী এক আলোচনায় বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। সভা সূত্রে জানা যায়, আজকের সভাটি করা হয়েছে মূলত সবার সাথে আলাপ-আলোচনা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সবার মতামত নেওয়া।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence