ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে (৩১) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সে পাসপোর্ট ভিসা (পাসপোর্ট নাম্বার- অ-০১৩৪১৮৪৪) নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। 

জানা গেছে, তানজীব নওশাদ পল্লব যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আটক তানজিব নওশাদ যশোর কোতয়ালী থানার পুরাতন কসবা এলাকার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এপথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সজাগ অবস্থানে থাকেন। 

পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে তাকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ