সেফ হাউজে নিয়ে সমন্বয়কদের আরও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ছিল ডিবির হারুনের

তিন সমন্বয়ক
তিন সমন্বয়ক  © টিডিসি ফটো

সেফ হাউজে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আরও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ছিল ডিবির হারুনের। সম্প্রতি প্রকাশিত গত ২৭ জুলাই পুলিশের সাবেক ডিআইজি হারুন অর রশিদ (ডিবি প্রধান) ও আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারের মধ্যকার এ বিষয়ে কথোপকথনের একটি ডকুমেন্ট থেকে এ তথ্য জানা যায়। 

গত ২৮ জুলাই মোবাইল মনিটরিং থেকে তাদের আলাপচারিতায় দেখা যায়, ৩ সমন্বয়ককে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে আসা হয়। পরে তাদের আটনেক বিষয়টিকে বৈধ করার জন্য ডিবির হারুন পরামর্শ চেয়ে কল দেয় আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারকে। এছাড়াও কথোপকথনের মাঝে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডের অনুমতি গ্রহণ অথবা সেফ হাউজে রাখার পরিকল্পনা করতে দেখা যায়।

দুজনের কথোপকথনের সময় ছিল ২৭ জুলাই দুপুর ১টা ১৯ মিনিটের দিকে। এতে মোঃ গোলাম সারওয়ার উদ্দেশ্যে ডিবির হারুনকে বলতে দেখা যায়, ‘স্যার কোটা বিরোধী আন্দোলনের তিনজনকে আনলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছে তাদের নিরাপত্তা প্রদান করা ও তাদেরকে জিজ্ঞাসা করা হবে।’

হারুন আরও বলেন, ‘তাদের সাথে ভিপি নূর, মিয়া গোলাম ও জামাতের কি কথা হয়েছে তাও জিজ্ঞাসা করেছি। আজকে আমরা একটা ব্যাখা দিচ্ছি। স্যার, আমরা ওদেরকে রাখবো লিগ্যালভাবে।’ জবাবে গোলাম সারওয়ার বলেন, ‘তাদেরকে রিমান্ডে আনলে ভাল হয়।’

পরে হারুন গোলাম সারওয়ারকে বলেন, ‘আপানি মন্ত্রী মহোদয়কে একটু বলেন তাদেরকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিলে জল হয়।’ জবাবে  গোলাম সারওয়ারকে বলেন, ‘আমার মনে হয় রিমান্ডে নিলে ভাল হতো, একটা লিগ্যাল পদ্ধতি হতো।’

এক পর্যায়ে গোলাম সারওয়ার হারুনের মতামত চাইলে তিনি সেফ হাউজে রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘আমার মত হচ্ছে, আমরা তাদের জিজ্ঞাসা করার পর সুস্পষ্ট কোন উত্তর পাইনি। ব্যাপক জিজ্ঞাবাদের জন্য রিমান্ড দরকার। মন্ত্রী মহোদয় বললেন যে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো। কিন্তু ডিবি অফিসে না রেখে পাশের কোন একটা বাড়িতে সেফ হাউজে রাখা যায় কিনা?’

এসময় নিরাপদ আশ্রয়ের কথা উল্লেখ করে হারুন জানান, ‘এসবির (স্পেশাল ব্রাঞ্চ) একটা হাউজ আছে, অনুমতি দিলে ঐখানে রাখতে পারি এবং আমরাই জিজ্ঞাসাবাদ করবো।’ শেষে গোলাম সারওয়ার বলেন, ‘যেহেতু বিষয়টা একটু সেনসেটিভ, আমি আইনমন্ত্রীর সাথে আলাপ করি।’

এর আগে গত ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২৮ জুলাই রাতে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।


সর্বশেষ সংবাদ