নির্বাচন বর্জনের আহ্বানে পুরানা পল্টনে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মিছিল

পল্টন এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিল
পল্টন এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিল

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর পল্টন এলাকায় লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় তারা পুরানা পল্টন মোড় সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট, পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম এর সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বিপ্লব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহমেদ রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,সাহাদুর রহমান সজল, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ