মামলা তুলে নিতে ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার হত্যার হুমকি

অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি হাসান মুরাদ
অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি হাসান মুরাদ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পেছনে ধান ক্ষেতে নিয়ে মারধরের ঘটনায় আহমেদ হোসেন সোহেল নামে এক ব্যবসায়ীর করা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মুরাদ।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে হাটহাজারী সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার বাদী আহমেদ হোসেন সোহেল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার আদালতে এই আবেদন করা হয়। আবেদনের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু সায়েম মোহাম্মদ নাসিম উদ্দীন। তিনি বলেন, আবেদনটি মামলায় নথিভুক্ত করেছেন আদালত। আদেশের জন্য রেখেছেন।

আরও পুড়ন: কলেজছাত্রীকে যৌন হয়রানির জেরে জুনিয়রকে মারধর ঢাবির ছাত্রলীগ নেতার

আদালতে করা ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার বিষয়ে অবগত হয়ে মামলার বাদী সোহেলকে হত্যার পরিকল্পনার কথোপকথনের একটা ভয়েস রেকর্ড পাওয়া যায়। সেখানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মুরাদ মন্তব্য করেন—তোকে আমি গালি দিছি? তুই আমার কথা এনা শুনবি। সোহলেকে বলবি য়ে, “তুই (গালি) পোলারে ঘরে গিয়ে মারবো। তুই মেডিক্যাল পড়ে ছিলি যে কে গেছে তোকে দেখার জন্য? মারি ফেলাবো (গালি) পোলা। গুলি তোর (গালি).... দিব। পিস্তল তিস্তল তোর (গালি) দিয়ে (গালি) দিব’। তোকে বলতেছি তুই দেখিস, সোহলেদরে সঙ্গে ফেইস টু ফেইস হলে খোদার কসম র্মাডার হবে।

একই কল রেকর্ডে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বলতে শোনা গেছে, (গালি) পোলাকে মেরে মেডিক্যাল পাঠাই দিছি যে কি হইছে? আমরা ওদের বিরুদ্ধে মামলা করছি। ওরা বৈঠক ডাকছে। বৈঠকে আমাকে ওসি, এসপি ফোন করছে। এছাড়াও আবেদনে গণমাধ্যমে প্রকাশের যোগ্য নয় এই রকম আরও অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান মুরাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের সবকিছুই ভিত্তিহীন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence