জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের উপর হামলা ছাত্রলীগের

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা  © টিডিসি ফটো

বিএনপির গণ মিছিল থেকে ফেরার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং তেজগাঁও  কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেওয়ান ফয়সালের উপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে।

শনিবার(৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ মিলাদ উদ্দীন ভূইয়া গণমাধ্যমের কাছে অভিযোগ জানান।

 তিনি বলেন,বিএনপির পূর্ব ঘোষিত গণ মিছিল শেষ করে বাসায় ফেরার পথে কাকরাইল মোরে রাত আটটার দিকে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ফয়সালের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সুজন মোল্লা গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ মিলাদ উদ্দীন ভূইয়া।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!