ঢাবির সেন্ট্রাল লাইব্রেরি ২৪ ঘন্টা খোলা রাখার দাবি

কর্মসূচীতে ছাত্র ইউনিয়নের সদস্যরা
কর্মসূচীতে ছাত্র ইউনিয়নের সদস্যরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্ট্রাল লাইব্রেরি ২৪ ঘন্টা খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা। আজ রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরির সামনে তারা এ অবস্থান নেয়। 

কর্মসূচিতে সংগঠনটির ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, বাংলাদেশের বাইরে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ১২ ঘন্টা খোলা থেকে লাইব্রেরি বন্ধ হয়ে যায়। পড়াশোনার প্রয়োজনে, গবেষণার প্রয়োজনে যে কোনো কারণে লাইব্রেরিতে ঢুকতে পারে কিন্তু আমরা দেখি এটি ১২ ঘন্টা খোলা থাকে ১২ ঘন্টা বন্ধ থাকে।

আরও পড়ুন: একযোগে পদত্যাগ করলেন ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতারা

এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে লাইব্রেরি খোলার সময় দেখা যায় লম্বা লাইন। ২৪ ঘন্টা লাইব্রেরি খোলা থাকলে রাত ৩-৪ টার সময় এসে সিরিয়াল দিতে হবে না। যার যখন সময় হবে সে যাবে। 

এসময় আরেক শিক্ষার্থী জানায়, সারাদিন ক্লাস শেষে রাতে পড়ার ইচ্ছা থাকলে পড়তে পারিনা কারণ লাইব্রেরির একটি নির্দিষ্ট সময় রয়েছে তারপর সেটি বন্ধ হয়ে যায়। হলের রিডিং রুমগুলোতে যথেষ্ট জায়গা এবং পরিবেশ নেই। এই সেন্ট্রাল লাইব্রেরিতে যে পরিমাণ বই রয়েছে তা হলের লাইব্রেরিতে নেই। এটি একটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এখানে জ্ঞান অর্জনের জন্য নির্ধারিত সময়সীমা দেওয়া রয়েছে যা অযৌক্তিক।


সর্বশেষ সংবাদ