প্রতিকূলতা দমাতে পারেনি, দুচোখ ভরা স্বপ্ন নিয়ে গুচ্ছের পরীক্ষায় বায়েজিদ

বায়েজিদের সাথে কেন্দ্রে গিয়ে করেছেন মাভাবিপ্রবির উপাচার্য
বায়েজিদের সাথে কেন্দ্রে গিয়ে করেছেন মাভাবিপ্রবির উপাচার্য  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষা কেন্দ্রে দেখা মিলল অদম্য শক্তিতে এগিয়ে চলা এক শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীর। শুক্রবার (১০ মে) গুচ্ছ 'সি ইউনিটের' ভর্তি পরীক্ষার অংশ নিতে আসে এই ভর্তিচ্ছু শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি তাকে। 

বায়েজিদ রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের কলেজপাড়ায়। পড়াশোনা করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে। বাবা পেশায় একজন ব্যবসায়ী। গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরপর দুই বছর হুইল চেয়ারে করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেন বায়েজিদ রহমান। বাকিদের মত তার দু-চোখ ভরাও স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তার এই জীবনযুদ্ধ।

তার বাবা জানান, তার ছেলেকে তিনি অন্যদের থেকে আলাদা দেখেন না। তার ইচ্ছা ছেলে একজন প্রতিষ্ঠিত নাগরিক হবে। আমি ছেলের এই ইচ্ছাশক্তিকে স্যালুট জানান।

বায়েজিদ বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী হলেও অন্যদের থেকে আমাকে আলাদা ভাবি না। সবার মত নিজের পায়ে চলতে না পারলেও প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।’

ভর্তি পরীক্ষায় তাকে সর্বাত্মক সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়িত্বরত সকলেই। মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন সশরীরে কেন্দ্রে গিয়ে তার সাথে দেখা করেছেন। তিনিও তার এই ইচ্ছাশক্তিকে সাধুবাদ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ