ভারত-পাকিস্তান একাদশে থাকছে যেসব চমক

ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান  © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ রোববার মাঠে নামছে দুই হেভিওয়েট ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।  আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। এ দেশ দুটির মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ, বাড়তি হইচই। সর্বোচ্চ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে দুদল।  অবশ্য দুই দলই তাদের সেরা একাদশকে পাচ্ছে না আজ।

ক্রিক-ইনফো জানিয়েছে, দুই দলের সম্ভাব্য একাদশ। ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া।

ভারতের জন্য বড় দুশ্চিন্তা হতে পারে রবীন্দ্র জাদেজার ছিটকে পড়া। প্রথম-পর্বে পাকিস্তানের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাদেজার। বল হাতে ২ ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন। পরে চাপের মুখে খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস। শেষ ওভারে তিনি যখন আউট হন, ভারতের জয় তখন বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি ঋসভ পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন।

আরও পড়ুন: টি২০ থেকে অবসর নিলেন মুশফিক

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন। তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত/দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান/রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence