অধিনায়ক সাকিব আল-হাসান

অধিনায়ক সাকিব আল-হাসান
অধিনায়ক সাকিব আল-হাসান  © সংগৃহীত

অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের এশিয়া কাপের দলে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। বহু জলঘোলার পর নেতৃত্ব পেলেন তিনি। গত জিম্বাবুয়ে সফরে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান, এর আগে নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। তবে জায়গা হয়নি সৌম্য সরকারের।

শনিবার (১৩ আগষ্ট) বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন সাকিব আল হাসান।

এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।এর আগে, ২০০৯ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাত্র চারটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৭ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সাকিবকে। আগে ২১টি ম্যাচে নেতৃত্ব দেওয়া সাকিবের অধীনে বাংলাদেশ জিতেছিল সাতটি ম্যাচে, হেরেছিল ১৪টি।

আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সাব্বির

এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড:  সাকিব আল হাসান, এনামুল, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজ, নাসুম, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত, পারভেজ, নুরুল, তাসকিন।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আছেন নুরুল হাসান সোহানও। যদিও বর্তমানে ইনজুরিতে রয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন তিনিও। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক সোহানও।


সর্বশেষ সংবাদ