বাংলাদেশকে বড় টার্গেট দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে বড় টার্গেট দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় টার্গেট দিল জিম্বাবুয়ে  © সংগৃহীত

বাংলাদেশের স্পিনে বিভ্রান্ত জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইনিংসের প্রথম ৩ ওভারে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৯ রান স্কোর বোর্ডে যোগ করে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনাই আভাস দিয়েছিলেন দুই জিম্বাবুয়ান ওপেনার। জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান, ৮ উইকেট হারিয়ে টাইগারদের এই লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৭ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

শুরুতে বাংলাদেশের স্পিন বিষে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। এবার এলো আরও দুটি উইকেট। ফলে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে। এরপর জিম্বাবুয়েকে স্পিনে কাবু করে টাইগাররা। পরের ৬.১ ওভারে মাত্র ২৬ রান খরচায় জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ, মেহেদি হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বার্লের ১৪ বলে ছিল ৯ রান। অথচ ফিফটি পূর্ণ করলেন মাত্র ২৪ বলে। মেহেদী হাসানকে স্কয়ার লেগ দিয়ে মারা ছয়ে অর্ধশতক হয়ে গেছে তাঁর। নাসুমের ওভারে ৩৪ রানের পর পরের ২ ওভারে এসেছে ২৭ রান। ৩ ওভার বাকি থাকতে জিম্বাবুয়ের রান ১৩৭/৬।

নাসুমের ওভারে বার্লের রেকর্ড ৩৪ রান মোস্তাফিজের বলে ব্যাটটা ভেঙেছিল। সেটি বদলালেন। বদলে যাওয়া ব্যাটে বদলে গেলেন রায়ান বার্লও! প্রথম ১৪ বলে করেছিলেন ৯ রান। নাসুমের করা পরের ৬ বলে বার্ল তুললেন ৩৪ রান! 

আরও পড়ুন: শেষ ম্যাচে অধিনায়ক বদল, দলে মাহমুদউল্লাহ

ইনিংসের ১৫তম ওভারে নাসুমের প্রথম চার বলে বার্ল মারেন চারটি ছক্কা—লং অন, স্কয়ার লেগ, মিডউইকেটের পর আবার মিডউইকেট দিয়ে। পঞ্চম বলের আগে মাহমুদউল্লাহ, মোসাদ্দেকের সঙ্গে ছোটখাট মিটিং-ও হয়েছে নাসুমের। তবে পঞ্চম বলে ছয় হয়নি অল্পর জন্য, লং অন দিয়ে বার্লের মারা শটটি হয়েছে চার। শেষ বলে লং অফ দিয়ে আবার ছক্কা মেরেছেন বার্ল। 

নাসুম হয়ে গেলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার। সব মিলিয়ে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান দিলেন তিনি। এর আগে ব্রডের ১ ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং। নাসুমের আগে ১ ওভারে ৩৪ রান দিয়েছিলেন ভারতের শিবাম দুবেও। 


সর্বশেষ সংবাদ