নারী আইপিএল আসছে আগামী বছর

নারী ক্রিকেট দল
নারী ক্রিকেট দল   © সংগৃহীত

আগামী বছর থেকে ছয়টি দল নিয়ে নারী আইপিএল আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (২৫ মার্চ) ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, আগামী বছর থেকে ছয়টি নারী ক্রিকেট দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে বিসিসিআই। আইপিএল খেলার সময় নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলা হয়ে থাকে, এ বছরও নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলা হবে।

আরও পড়ুন : শিবির সন্দেহে গ্রেফতার জবির ১২ শিক্ষার্থী রিমান্ডে

আরও জানা গেছে, শুরুতে আইপিএল’র বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলোকে নারী আইপিএল’র দলের মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এদের মধ্যে কেউ সুযোগ না নিলে, অন্যদের এ সুযোগ দেওয়া হবে।

বিসিসিআই সূত্রে জানা গেছে, ছেলেদের আইপিএল চলাকালীন এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। আগামী কিছুদিন এ ব্যাপারে পরিকল্পনা করা হবে। পরে বার্ষিক সভায় অনুমোদন দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ