বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মালান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৩:১৮ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২২, ০৮:১২ PM
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। বিশ্ব ক্রিকেটের নির্বাহী নিয়ন্ত্রক সংস্থাটি আজ রবিবার (২৩ জানুয়ারি) গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মালানের নাম ঘোষণা করেছে।
আরও পড়ুন: টি-২০ বর্ষসেরা ক্রিকেটার হলেন পাকিস্তানের রিজওয়ান
২০১৯ সালে টি-টোয়েন্টির পর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় মালানের। ২০২১ সালে ১৭টি আন্তর্জাতিক ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৭১৫ রান করেন মালান।
আরও পড়ুন: বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়া জানেমন মালান ২০২১ সালে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দুটি করে শতক ও অর্ধশতক আছে। ২০২০ সালেই ওয়ানডেতে অভিষিক্ত মালান খুব দ্রুতই প্রোটিয়া দলে এ সংস্করণে নিজের জায়গা পোক্ত করেছেন।
আরও পড়ুন: ক্রিকেট দুনিয়ায় হাফিজকে ‘প্রফেসর’ ডাকা হয় কেন?
দেশের হয়ে ৮ ওয়ানডের ৭ ইনিংসে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫০৯ রান করেছেন ২৫ বছর বয়সী মালান। বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটিং গড়- ৮৪ দশমিক ৮৩। জুলাইয়ে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেন মালান। এরপর সেপ্টেম্বরে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৩৫ বলে ১২১ রানের ইনিংস খেলেন মালান।
তবে টি-টোয়েন্টিতে খুব বেশি জ্বলে উঠতে পারেননি মালান। ৯টি টি-টোয়েন্টিতে ২০৬ রান করেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরি ছিলো তার। টি-টোয়েন্টি নিজেকে মেলে ধরতে না পারলেও, ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
নারী ক্রিকেটের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা। ২০২১ সালে ১৬ ম্যাচ খেলে মাত্র প্রায় ২৪ গড়ে ২৪ উইকেট শিকার ও ব্যাট হাতে ১৬৫ রান করেছেন তিনি।