টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ফটো

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাংলাদেশের সাকিব আল হাসান। রবিবার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে এই মাইলফলক গড়েছেন তিনি।

মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই বল হাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সাইফউদ্দিন। এরপর আক্রমণে এসেই বাংলাদেশকে জোড়া আঘাত এনে দেন মেহেদি হাসান।

নিজের তৃতীয় ওভারেও উইকেট পেয়েছেন মেহেদি। তবে এর মাঝে সাকিব আল হাসানের শিকার করেছেন দুই উইকেট। ফলে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ১০৮-এ।

১১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন সাকিব। রিচি বেরিংটনকে তুলে নেওয়ার পর মিচেল লিস্ককেও ফেরান। তাতেই ইতিহাসে নাম উঠে যায় তার। ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট এখন ১০৮টি।

২০০৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। খেলেছেন বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে এত দিন টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল বোলার ছিলেন মালিঙ্গা।


সর্বশেষ সংবাদ