মেসির জন্য মরতেও পারবেন এমিলিয়ানো মার্টিনেজ

মেসি ওএমিলিয়ানো মার্টিনেজ
মেসি ওএমিলিয়ানো মার্টিনেজ  © ফাইল ফটো

দীর্ঘ ২৮ বছরের শিরোপা খড়া কাটিয়েছে আর্জেন্টিনা। শিরোপা জয়ে মেসির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টিতে তিনটি শট ঠেকিয়ে রাতারাতি নায়ক বনে গেছেন।

শিরোপা জয়ের পর আর্জেন্টিনার একটি গণমাধ্যমকে দিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার। সেখানে িদিনি বলেছেন, মেসির জন্য নাকি জীবনও দিতে পারেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। মেসির কাছ থেকে পাওয়া ফেনোমেনন তকমাও বিশেষ কিছু মার্টিনেজের জন্য।

সাক্ষাৎকারে মার্টিনেজ জানান, সেমিফাইনাল জয়ের পর মেসি আমার সাথে ছবি তুলে সেটি আপলোড দিয়েছে। ক্যাপশনে লিখেছেন ফেনোমেনন। সেখানে আমি ফাইনালে কীভাবে পারফর্ম করা ছেড়ে দিতে পারি। আমি তার জন্য মরতে চাই। আমি চার/পাঁচ মাস আগে বলেছিলাম, আমার আগে মেসি কোপা জিতুক। আমার মতো অন্য সব আর্জেন্টাইনেরও এটাই চাওয়া ছিল। আমার মনে হয় ব্রাজিলিয়ানরাও শুধু মেসির জন্য চেয়েছিল আমরা কোপা জিতি।


সর্বশেষ সংবাদ