হায়দরাবাদকে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে দিল্লি

ডু অর ডাই ম্যাচে জিতে ফাইনালে দিল্লি
ডু অর ডাই ম্যাচে জিতে ফাইনালে দিল্লি  © সংগৃহীত

জিতলেই মিলবে ফাইনালের টিকিট। হারলে একেবারেই বিদায়। বলতে গেলে ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার ম্যাচ। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের এমন জটিল ম্যাচে শেষ হাসি হেসেছে দিল্লি ক্যাপিটালস।

রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে পরাজিত করেছে শ্রেয়াস আয়াররা। দারুণ জয়ে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে দলটি। ১০ নভেম্বর ফাইনালে দিল্লি লড়বে মুম্বাইয়ের সঙ্গে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড়ই গড়ে দিল্লি। তিন উইকেটে দলটির সংগ্রহ ১৮৯ রান। জবাবে ৮ উইকেটে ১৭২ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন দিল্লির স্টয়নিস।

দিল্লির হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শিখর ধাওয়ান। ৫০ বলের ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও দুটি চার। ২৭ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন আরেক ওপেনার মারকুস স্টয়নিস। অধিনায়ক আয়ার ২১ রানে আউট হলেও ২২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হেটমায়ার। এদিন অনেকবার ক্যাচ ফেলেছে হায়দরাবাদের ফিল্ডাররা। তার মাশুল তাদের গুণতে হয়েছে ম্যাচ শেষে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার (২)। গার্গ (১৭) ও পান্ডে (২১) থিতু হতে পারেননি। উইলিয়ামসন আশা জাগিয়েছিলেন জয়ের। কিন্তু তার বিদায়ের পর রানের গতি কমে আসে। তা পূর্ণ করতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ৪৫ বলে ৬৭ রান করেন উইলিয়ামসন। তিনি হাঁকান ৫টি চার ও চারটি ছক্কা। ১৬ বলে দুটি করে ছক্কা-চারে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আব্দুল সামাদ।

বল হাতে এদিন দিল্লির হয়ে দারুণ চমক দেখান রাবাদা ও স্টয়নিস। ৪ ওভারে ২৯ রানে চার উইকেট নেন রাবাদা। ৩ ওভারে ২৬ রানে তিন উইকেট নেন সস্টয়নিস।


সর্বশেষ সংবাদ