সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা জানাল বিসিবি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:৫০ PM

তৃতীয়বারে এসে বোলিং অ্যাকশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া স্বীকৃত সব ধরনের ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব বোলিং পরীক্ষায় বৈধতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’ এতে আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসে এবং পরবর্তীতে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিলেও তিনি উত্তীর্ণ হননি। এরপর গত ২১ ডিসেম্বর ভারতে চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দেওয়া পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় তিনি ইংল্যান্ডে পরীক্ষায় পাস করলেন।
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটাও মিস করেন তিনি। কেবল ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এবার নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের সাকিব খেলার সুযোগ পাচ্ছেন কি না, সেটাও দেখার বিষয়।