হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৩:২৩ PM

মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে আগামী ২৫ মার্চ প্রথমবার নামবেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ মাতানো হালের এ তারকা লাল-সবুজের জার্সিতে খেললেও জামাল ভূঁইয়ার হাতেই অধিনায়কের আর্মব্যান্ড থাকছে। বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামালকেই অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
গেল কয়েক বছর ধরেই বিশ্বের সেরা লিগ খেলছেন হামজা। তবে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে আগামী ২৫ মার্চই অভিষেক হচ্ছে তার। ফলে, জামালদের কাছ থেকে শিখতে চান হামজা।
তার ভাষ্যমতে, ‘জামালসহ আরো অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’
এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে অবসর ভেঙে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী। তবে ছেত্রী থেকেও হামজাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
জামালের দাবি, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। তার পথ ধরে আরো কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় লাল-সবুজ শিবিরে এসেছেন হামজা। এতে দেশের ফুটবলের আবহ-ও বদলেছে। সেই উন্মাদনায় হামজাকে বাংলাদেশের ফুটবল ‘মেসি’ আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’