বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেল ব্রাজিল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেল ব্রাজিল
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেল ব্রাজিল  © সংগৃহীত

বিশ্ব ফুটবলে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার জুনিয়র, রদ্রিগোদের পায়ের জাদুতে মাতোয়ারা ফুটবলপ্রেমীরা। ক্রিকেটও খেলে ফুটবলের রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নরা। এ ছাড়া দেশটিতে নিয়মিত নারী ক্রিকেটও আয়োজিত হয়। 

এবার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও অংশ নিয়েছিল তারা। তবে শেষটা রঙিন হয়নি। বাছাইপর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজেছে তাদের। 

রবিবার (১৬ মার্চ) আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্বে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাবে অনুষ্ঠেয় সেই ম্যাচে ২৯ রানে হেরেছে ব্রাজিল।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ২ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় কানাডিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আমারপ্লে কোর। এ ছাড়া কেবল গর্ডিয়াল-জন (২৪) ও থেসা লাভিয়া (১০) দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন মনিকে মাচাদো। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

বাছাইপর্বে এটি সেলেসাও নারীদের পঞ্চম ম্যাচ। এর মধ্যে এক জয়ের বিপরীতে চারটিতেই হেরেছে ব্রাজিল। এতে ২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে তারা। ফলে এখানেই থামছে তাদের বিশ্বকাপ যাত্রা।

এদিকে পাঁচ ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষ দুই স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।


সর্বশেষ সংবাদ