সাব্বিরের ব্যাটিং নিয়ে যা বললেন ঢালিউড কিং শাকিব খান

সাব্বির রহমান ও শাকিব খান
সাব্বির রহমান ও শাকিব খান  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে দল কিনেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঘরোয়া এই টুর্নামেন্টের ১১তম আসরে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তবে সবকিছুতেই পেশাদারিত্বের ছাপ রেখেছে শাকিবের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এতে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রমে সন্তুষ্ট ক্রীড়াপ্রেমীরা।

এদিকে মাঠের বাইরের কাজে সাফল্য পেলেও ২২ গজে মুন্সিয়ানা দেখাতে পারেনি রাজধানীর দলটি। তবে আসন্ন আসরে আরো ভালো কিছু করার প্রত্যয় শাকিবের কণ্ঠে।

রবিবার (১৬ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে বিপিএল নিয়ে শাকিব বলেন, ‘ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’

অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন সাব্বির রহমান। হার্ডহিটার এই ব্যাটারের পারফরম্যান্সে মুগ্ধ শাকিব। তাকে নিয়ে শাকিব বলেন, ‘সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence