১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার, দেখুন স্কোয়াড

নেইমার
নেইমার  © ফাইল ফটো

এক বছরের বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। মার্চের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা।

নেইমার এর আগে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি খেলায় ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত ১২ রাউন্ডের খেলা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আছে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে। বিশ্বকাপে জায়গা করতে হলে এই অবস্থান ধরে রাখতে হবে সেলেসাওদের। তবে চলতি মাসে ব্রাজিলের যে দুটি ম্যাচ, তাতে দুই প্রতিপক্ষই ওপরের দিকে থাকা দল। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।

গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রাথমিকভাবে ৫২ জনের দল ঘোষণা করেছিল। আজ সেই দলটি থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে নেইমারই বড় সংযোজন। আল-হিলালে বেশির ভাগ সময় চোটের কারণে বাইরে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলেছেন। সান্তোসের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ গোলের পাশাপাশি ৩টিতে সহায়তা করেছেন, ম্যাচসেরা হয়েছেন চার ম্যাচে।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার সব ঠিকঠাক থাকলে ২১ মার্চ কলম্বিয়া ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ২৬ মার্চ।

ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: ভেনডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহাস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গিলের্মে অ্যারানা (আতলেতিকো মিনেইরো)।

মিডফিল্ডার: আন্দ্রে (উল্ভস), ব্রুনো গিমেরেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল)

ফরোয়ার্ড: নেইমার (সান্তোস) এসতোভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence