এবার নেইমারের ঘরে ফেরার সময়: সান্তোস প্রেসিডেন্ট
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বলেছেন, ‘এবার নেইমারের (তার) লোকেদের কাছে ফিরে আসার সময় হয়েছে।’ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
সৌদি দল আল হিলালের সাথে নেইমারের চুক্তি শেষ হয় গত সোমবার (২৭ জানুয়ারি)। দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলাল বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।
২০২৩ সালে পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে আল হিলালে যান নেইমার। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি।
দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন।
নেইমার ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান। সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার। মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে।