কোনো ম্যাচ না জিতেও ৩ কোটি টাকার বেশি পাচ্ছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল  © সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবারও নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে তিন  কোটি টাকা।

বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ আর পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।

পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সে ক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।

আরও পড়ুন: আফগান ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন শচীন টেন্ডুলকার

দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।

আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence