চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর পর থেকেই এ নিয়ে চলছে বিতর্ক। ভারত ম্যাচগুলো পাকিস্তানে নয় বরং খেলছে দুবাইয়ে। তবে আয়োজক হিসেবে থাকছে পাকিস্তানের নামই। এমন পরিস্থিতিতে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হলো বিব্রতকর এক পরিস্থিতিতে। ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজিয়ে দেন আয়োজকরা।
আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। তখন অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের বদলে বেজে উঠে ‘জন গণ মন অধিনায়ক’। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় একের পর এক বিদ্রুপের শিকার হতে থাকে পিসিবি।
এর দুই দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে।
তবে বিব্রতকর সেই পরিস্থিতি ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামা দলটি দারুণভাবে খেলা শুরু করেছে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। কাল ভারতের কাছে হারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে উঠবে স্বাগতিকদের জন্য।