ভারত-বাংলাদেশ ম্যাচের লোগোতে নেই পাকিস্তানের নাম, ব্যাখ্যা দিল আইসিসি

বাংলাদেশ-ভারত ম্যাচ
বাংলাদেশ-ভারত ম্যাচ  © সংগৃহীত

ভারতের আপত্তির কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এরপরও ভারত-পাকিস্তানের রেষারেষি থেমে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে কি থাকবে না তা নিয়েও ছিল নানা জল্পনা কল্পনা। তবে তারা ঠিকই পাকিস্তানের নাম লেখা জার্সি পড়েই খেলতে নেমেছে।

এইবার শুরু হয়েছে নতুন বিতর্ক। যাতে নাম জড়িয়েছে বাংলাদেশেরও। বৃহস্পতিবার বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ খেলেছে ভারত। এই ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে।  দুবাই স্টেডিয়ামে ম্যাচটি ছিল দুই দলেরই এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ। সেই ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম উপেক্ষা করা হয়েছে।  যদিও এর এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড–পাকিস্তান উদ্বোধনী ম্যাচেও নামটি ছিল। তাহলে ভারত–বাংলাদেশ ম্যাচে কেন রাখা হয়নি? বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিকই।

নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচই সম্প্রচারের সময় আয়োজক পাকিস্তানের নাম থাকা বাধ্যতামূলক। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচ সম্প্রচারের সময় বাম কোণে চ্যাম্পিয়ন্স ট্রফির লগো ও সাল থাকলেও সেখানে ছিল না পাকিস্তানের নাম। এই বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা এই ব্যাপারে আইসিসির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।

জবাবে আইসিসি বলে, ‘কারিগরি ক্রুটির কারণে এমন হয়েছে।  আগামীকালের (আজ) ম্যাচ থেকেই ঠিক করা হবে।’ আইসিসির এক মূখপাত্র এমন বলার পর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ম্যাচের হাইলাইটসে ‘পাকিস্তান’ লেখাসহ লোগোই দেওয়া হয়েছে। সরাসরি সম্প্রচারের সময় শুধু লোগোটি ছিল না। খেলাগুলো দুবাই বা পাকিস্তান যেখানেই হোক, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোয় এমন কিছু হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।


সর্বশেষ সংবাদ