চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেলেন বুমরাহ, কে ঢুকবেন তার পরিবর্তে?

জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহ  © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেলেন জসপ্রীত বুমরাহ। পিঠের ব্যথার জন্যই আসন্ন মেগা টুর্নামেন্টে খেলা হবে না ডানহাতি পেসারের। ফিটনেস ইস্যু নিয়েই মাথা ব্যথা ছিল। তবুও নির্বাচকরা শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অবশেষে বোর্ডের তরফে বিবৃতিতে জানিয়ে দেওয়া হল যে বুমরাহ খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্ভাবনা মতই তার পরিবর্ত হিসেবে দলে ঢুকে পড়লেন হর্ষিত রানা। এ ছাড়াও ব্যাটসম্যান ইয়াশাসভি জয়সওয়ালের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী স্পিনার ভারুন চক্রবর্তীকে।

চোটের কারণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো আইসিসি ইভেন্ট হাতছাড়া হচ্ছে বুমরাহর। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি, সেবারও ছিল পিঠের ইঞ্জুরি। যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলেও।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এসেছে আরও একটি পরিবর্তন। প্রথমে ঘোষিত দলে যশস্বী জাইসওয়ালকে রাখা হলেও চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তবে জাইসওয়াল দলের বিকল্প হিসেবে ভাবনায় থাকছেন। সেই তালিকায় আরও নাম আছে মোহাম্মদ সিরাজ ও শিভম দুবের। তারা দলের সাথে দুবাই যাবেন।

একনজরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশভ পান্ট, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence