ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা, ৩৭ বলে সেঞ্চুরি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ PM

অপ্রতিরোধ্য অভিষেক শর্মা। চলতি ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের এই তরুণ ব্যাটারকে থামানোর জন্য কোনও অস্ত্র নেই ইংল্যান্ডের সামনে। প্রথমে কলকাতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরির পর এ বার মুম্বাইতে শেষ ম্যাচে তিনি সেঞ্চুরি করলেন। মাত্র ৩৭ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করেছেন ভারতের অভিষেক শর্মা।
দুটি টেস্ট খেলুড়ে দেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রয়েছে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড। আর সব মিলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এস্তোনিয়ার সাহিল চৌহানের। গত বছর সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
অভিষেক শর্মা বরাবরই প্রতিভাবান হিসেবে পরিচিত এবং ভারতের ভবিষ্যৎ তারকা হিসাবে গণ্য হন। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে তিনি তার আদর্শ মানেন। এবং রবিবার সেই আদর্শের ছায়াতেই যেন ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা।
উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য দারুণ উপযোগী এবং অভিষেক তার পূর্ণ সুযোগ নেন। মাত্র ১৭ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতক করার কৃতিত্ব অর্জন করেন। এরপরে ৩৭ বলে শতরান করেন অভিষেক শর্মা। এই সময়ে পাঁচটি চার ও ১০টি ছক্কা হাঁকান অভিষেক শর্মা।
ভারতের ইনিংসের শুরুতেই সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে যান, তবে অভিষেক এতে বিচলিত না হয়ে আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বোলিং আক্রমণকে কার্যত ধ্বংস করে দেন এবং টিলক ভার্মার সঙ্গে মাত্র ৬ ওভারের মধ্যেই ১০০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। পুরো ইনিংসে অভিষেক ছক্কার বৃষ্টি ঝরান, ইংল্যান্ডের বোলারদের যেন রীতিমতো নিয়ে খেলেন।
নিয়মরক্ষার ম্যাচ হলেও অভিষেকের ব্যাটিং ভরপুর বিনোদন এনে দিয়েছে দর্শকদের জন্য। ভারতের টি-টোয়েন্টি দলে তার জায়গা পাকাপোক্ত করার ক্ষেত্রে এই ইনিংস যে বড় ভূমিকা রাখবে, তা বলাই বাহুল্য!