পাকিস্তানের লিগে ডাক পেলেন নাহিদ রানা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
বাংলাদেশের দ্রুতগতির পেস বোলার নাহিদ রানা। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে তার। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। তরুণ এই এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন।
লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিকঠাক থাকলে বিদেশি লিগে প্রথমবারের মতো খেলবেন এই পেসার।
জানা গেছে, নাহিদ রানার গোল্ড ক্যাটাগরিতে মূল্য ৫০ হাজার ডলার। এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।
গত অগাস্টে পাকিস্তান সফরে টেস্ট সিরিজে গতি দিয়ে নজর কাড়েন নাহিদ। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দেন। ওই সিরিজ স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ দল।
এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ আলাদা করে নজর কাড়তে থাকেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা যায় তার ঝলক। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে গতির ঝড় তুলছেন নাহিদ। পিএসএলে তার দল পাওয়াটা তাই অনুমিতই ছিল।