বিপিএল ২০২৫
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিটন, দিলেন বাদ পড়ার ‘জবাব’
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ PM

দুপুর নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় খবর তারকা ক্রিকেটার লিটন দাসের বাদ পড়া। উইকেটকিপার ও ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন, আস্থা হারিয়েছেন লিটন। স্কোয়াডে জায়গা না পাওয়ার প্রতিবাদে যেন ব্যাট হাতে জবাবটাই দিলেন এই ক্রিকেটার।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন লিটন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন তার। এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।
ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলতে থাকেন লিটন। রাজশাহীর বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করেছেন। পরে ২৪ বলে তুলে নেন অর্ধ-শতক। এরপর ব্যাট হাতে আরো আগ্রাসী রূপধারণ করেন লিটন।
শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়ে যান লিটন। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটনের এমন বিস্ফোরক ইনিংস নিশ্চিতভাবে দর্শকরা মনে রাখবেন। অবশ্য স্টেডিয়ামজুড়ে কেবল লিটন লিটন ধ্বনিই ছিল আজ।
স্বীকৃত টি–টোয়েন্টিতেই এটিই প্রথম সেঞ্চুরি লিটন দাসের। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন তাই অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।