চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে পেতে চেষ্টা করবে বিসিবি: ফারুক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আলো হাসানকে ফেরানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, আসন্ন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টা করবেন তারা।
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
ফারুক আহমেদ বলেন, 'একটা ছেলে (সাকিব) ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক, সেটা হয়নি। গত কয়েকটি সিরিজ সে খেলেনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা কঠিন। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিন কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে।'
সাকিবকে ফেরাতে মন্ত্রণালয়ের নির্দেশনা লাগবে বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'সাকিব এখনও অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিত, তাহলে বলা যেত আর নাই। যে ইস্যুগুলো আছে, সেগুলো নিয়ে সাকিব মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, কীভাবে কী করা যায়। আর এখানে আমার বা বোর্ডের সহায়তা করার ব্যাপার না। আগেও বলেছি, এখনো বলছি।'
তিনি আরও বলেন, ' সরকারের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে। আর সাকিব যদি তার সমস্যাগুলো ঠিক করতে পারে, তাহলেই আমার মনে হয়, একটা সিদ্ধান্ত আসতে পারে। তার ফিটনেস, মানসিক অবস্থা দেখা হবে। তারপর নির্বাচক কমিটি আছে, সিদ্ধান্ত নেবে।'
প্রসঙ্গত, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিবের এই জটিলতার শুরু। হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য সাকিবকে জুলাই গণহত্যা মামলার আসামি করা হয়। ভারত সফরের আগে কানপুর টেস্টে সাকিব জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষ ম্যাচটি খেলতে চান। তবে সে ইচ্ছা আর পূরণ হয়নি। ওই সিরিজে সাকিবকে স্কোয়াডে রাখলেও শেষ পর্যন্ত তাকে খেলানো সম্ভব হয়নি। সরকারের নির্দেশে দেশে আটকে দেওয়া হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।