পর্দা নামলো ইবির শহিদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ AM

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের। ফাইনালে পাবনা জেলা কল্যাণ একাদশকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘আল্ট্রা বয়েজ’ টিম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আল্ট্রা বয়েজ একাদশ। প্রথম ইনিংসে নির্ধারিত ১২ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয় দলটি। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে তোলে পাবনা জেলা ছাত্রকল্যাণ একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪ রানে জয়লাভ করে আল্ট্রা বয়েজ।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটের সভাপতিত্বে শহিদ ওসামার পিতা ও শহিদ সাব্বিরের বড় ভাইয়ের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মূসা ছাড়াও সমন্বয়ক পরিষদের সদস্যবৃন্দ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়নের ট্রফি এবং ১০,০২৪ টাকার প্রাইজমানির কার্ড তুলে দেন শহিদ ওসামা ও সাব্বিরের পরিবারের সদস্যরা। পাশাপাশি রানারআপ দলকে ৭০২৪ টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ২০২৪ টাকার প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অব দা ম্যাচ এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন আল্ট্রা বয়েজের তৌসিফ। এছাড়াও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক শহীদ ওয়াসীম ক্রিকেট দলের জুলকারনাইন দোলন। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারির পুরষ্কার পেয়েছেন একই দলের আহসান হাবীব।
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন করার জন্য কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই আয়োজনের মাধ্যমে একদিকে আমরা যেমন শহিদদের স্মরণ করছি তেমনি তাদের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ তাদের জান্নাত নসিব করেন। শুধু এই দুইজন নয়, বাকি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।